প্রতীক ওমর: মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল এক নারী পিতার পরিচয় বিহীন জন্ম দিলো ফুটফুটে একটি পুত্র সন্তান। বগুড়ার মহাস্থান মাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানার পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর এবং মা শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করলেন।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী দীর্ঘদিন ধরে মহাস্থান মাজার এলাকায় ছিন্নমূল অবস্থায় থাকে। মাস কয়েক থেকে ওই পাগলীকে গর্ভবতী মনে হচ্ছিল। কোন লম্পট তাকে ধর্ষণ করেছিলো। ফলে সে গর্ভবতী হয়ে যায়। ধীরে ধীরে তার গর্ভের সন্তান বড় হতে থাকে। ফলে গর্ভবতী হওয়ার বিষয়টি পরিস্কার হয়ে যায়। সম্প্রতি ওই পাগলী তার গর্ভের সন্তান প্রসব করেছে।
ওই পাগলীকে জিজ্ঞেস করা হলে সে ধর্ষকের নাম বলতে পারেনি। তবে জন্ম দয়া সন্তানকে কোলে নিয়ে বেস হাসি খুশিতেই দেখা গেছে তাকে। তার সন্তানটির নাম রেখেছে তুফান।
গত শুক্রবার তার ওই সন্তানটি হারিয়ে যায়। ফলে কান্নায় ভেঙে পড়ে ওই পাগলী।
স্থানীয় বাসিন্দা খালিদ হাসান জানান, শিশুকে না পেয়ে গত শুক্রবার থেকে মাজার এলাকায় কান্না-কাটি করছিলো ঐ পাগলী। পরে জানতে পারি, মহাস্থান নামাপাড়া গ্রামের খোকন নামের এক যুবক নিঃসন্তান এক নারীকে ঐ শিশু লালন পালনের দায়িত্ব দিয়েছেন। এদিকে শিশুকে হারিয়ে পাগলী দিশেহারা হয়ে যায়। একপর্যায়ে শিশুটি চুরি হয়েছে বলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই যুবকের সন্ধান নিশ্চিত করে শিশুটিকে আমরা পাগলীর কোলে ফিরে দিয়েছি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন এই মা মহাস্থান শাহ সুলতান বলখীর মাজারের পাশে অবস্থান করছেন।
পাগলির কাছে শিশুটির নাম জানতে চাইলে, সে বলে “আমার ছেলের নাম তুফান”। আমার নাম “নাগিন”।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, পাগলী বাচ্চা প্রসবের পর গাছতলায় বসবাস করছেন এমন সংবাদ পেয়ে রবিবার রাতেই তাকে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে তার চিকিৎসা সেবারও ব্যবস্থা করা হবে। নবজাতকের পিতৃ পরিচয় খুঁজে বের করতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
সমাজ নিয়ে গবেষণা করেন এমন একজন গবেষক সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার বলেন, সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌছলে এমন ঘটনার অবতারণা হয়৷ তরুণরা এখন নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তারা যৌন উত্তেজক বিভিন্ন মেডিসিন নেয়। ফলে তাদের কাছে রাস্তায় পড়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল নারীও অনিরাপদ হয়ে ওঠে। পাগলীদের সন্তান জন্ম দয়ার ঘটনা আমাদের দেশে এর আগেও ঘটেছে। এর জন্য তিনি বর্তমান সমাজকেই দায়ী করেছেন।
ক্যাপশনঃ সন্তানকে কোলে নিয়ে বসে আছে পাগলী মা।