জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় ২৪ আগষ্ট ২০২১ সারিয়াকান্দি উপজেলায় দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহনে “রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান বিষয়ে আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সরদার জিয়া উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাকের পরামর্শক মোবারক হোসেন তালুকদার, দীঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।