নারী উদ্যোক্তা সংগঠন উমেন এন্ডিং হাঙ্গারের উদ্যোগে এবং স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রামানিক পাড়াগ্রামে সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন, বোদা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান। উমেন এন্ডিং হাঙ্গারের সহ সভাপতি মহসিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মোছা. মালেকা বেগম।
“আত্ননির্ভর নারী, আত্মনির্ভরশীল বাংলাদেশ” এই শ্লোগান বুকে ধারণ করে প্রত্যন্ত অঞ্চলের বেকার মহিলা ও কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়।