
“বেশী বেশী মাছ চাষ করি” বেকারত্ব দুর করি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গাইবান্ধায় ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ব্যাপী এই মৎস্য সপ্তাহ পালিত হবে। এই সাতদিনে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যাক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তি, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, উপজেলার গুরুত্বপুুর্ন এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের প্রশিক্ষন,বিভিন্ন উপকরন বিতরণ, ( বৈধ জাল, এআইজি, বিকল্প কর্মসংস্থানের উপকরণ, মৎস্য খাদ্য, চুন, সার, খৈল ইত্যাদি এবং ৭ম দিনে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা হবে।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।