
বগুড়ার শিবগঞ্জে এক অটোভ্যান চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আফজাল হোসেন (৫২)। সে জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া কালিমন্ডল পাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমআর নামাজের আগ মুহূর্তে উপজেলার আটমূল বাজারে চালক আঃ সোবহান অটোভ্যান রেখে চা পান করতে গেলে তার ভ্যানটি চুরি হয়ে যায়। পরে ভাইয়েরপুকুর এলাকা থেকে ভ্যানসহ তাকে আটক করে ৯৯৯ ফোন করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আটক আফজালকে চুরির মামলায় শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।