বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, শহীদ জিয়ার মাজার নিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে আওয়ামীলীগ। কিন্তু সঠিক ইতিহাস হলো জিয়াউর রহমানের নামাজে জানাযায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন এবং তাঁর লাশ জিয়া উদ্যানেই রয়েছে। এ নিয়ে সরকারী দল অহেতুক বিতর্ক সৃষ্টি করেছে। তাই জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি না করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, মিথ্যাচার বন্ধ করুন। তিনি রোববার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান সহ বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও ২৪টি সাংগাঠনিক থানার আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের জেলা সভাপতি ও আহবায়ক, সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়কবৃন্দ। সভায় প্রতিটি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নিজ নিজ শাখার সাংগাঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন। সভায় পূণর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে দিক নির্দেশনা প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।