মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

বগুড়ার সোনাতলায় সাত মাসে ৪৭ মাদক মামলায় ৮৮ জন গ্রেফতার

রিমন আহম্মেদ বিকাশ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫২ Time View
সোনাতলা থানা পুলিশের হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক। ফাইল ছবি।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশও থমকে গিয়েছে। করোনার এই মহামারি কালেও মাদক ব্যবসায়ীরা থমকে যায়নি,এর মধ্যেও তারা তাদের কর্মকান্ড চালিয়েছে। তাই বগুড়ার সোনাতলা উপজেলাকে মাদক মুক্ত করতে করোনার মধ্যেও থানা পুলিশ বিষেশ অভিযান পরিচালনা করেছে। থানা পুলিশ ছাড়াও র‌্যাব-১২ ও ডিবি পুলিশও মাদকের বিরুদ্ধে অভিযান চালান। বেশি অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে এ বছরের গত সাত মাসে সোনাতলায় ৪৭ মাদক মামলায় ৮৮জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে মাদক কারবারীদের মোটরসাইকেল এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।
বগুড়া ডিবি পুলিশের অভিযানে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ও ১৪ কেজি ওজনের গাঁজা গাছসহ গাঁজাচাষি উজ্জলকে গ্রেফতারের বিষয়টি ছিল খুবই চাঞ্চল্যকর।
থানা সুত্রে জানা যায়,২০২১ইং সালের গত ৭ মাসে সোনাতলা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে-গাঁজা ৩৩কেজি ৫’শ গ্রাম,ইয়াবা ট্যাবলেট ২ হাজার ২’শ ২ পিচ,ফেন্সিডিল ১’শ ৭২ বোতল,হেরোইন ৪ গ্রাম,নগদ ১০ হাজার ৯’শ ৮০ টাকা ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিসিএস সেবা) স্যারের নির্দেশনায় থানা সকল অফিসার ফোর্স তাদের সফল অভিযানের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরে মাদকের মামলা যেমন বেশি , তেমনি গ্রেফতারও ছিল অনেক বেশি। জোরালো অভিযানের কারণে মাদক ব্যবসায়ীদের তৎপরতা আস্তে আস্তে অনেক কমে এসেছে এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান,মাদক ছাড়াও থানা পুলিশ গোটা উপজেলায় সবধরনের জুয়া, ইভটিজিং ও বাল্য বিয়েসহ অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সোনাতলা-শিবগঞ্জ সার্কেল) তানভির হাসান জানান, ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin