দেশবরেণ্য ছড়াকার,বিশিষ্ট সাহিত্যিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত আবু জাফর সাবু স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নাগরিক মঞ্চের উদ্দ্যোগে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা নাগরিক মঞ্চের সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় স্মৃতিচারন করে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু, জেলা এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাগরিক মঞ্চের সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা,জেলা গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুল হক রাজা, জেলা সিপিবি’র সম্পাদক মিহির ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাস হিমুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবীর বাদল সহ অনেকে।
চারন এই সাংবাদিকের স্মৃতিচারন করে বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় একটি জ্বলন্ত বাতিঘর ছিলেন তিনি। দরদী সাংবাদিক এই নেতার চিরবিদায়ে কাঁদছে গোটা গাইবান্ধা। শ্রদ্ধাভাজন অগ্রজ সহকর্মীর অনুপস্থিতিতে অনুজরা কাতর হয়ে পড়েছেন। দলমত নির্বিশেষে শোকের সাগরে ভাসছে মানুষ। দীর্ঘ সাংবাদিকতার জীবনে গাইবান্ধার সাধারণসহ সর্বস্তরের পেশাজীবি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন তিনি।
পেশাদারীত্বের দরদ আর কর্মগুণে জনে-জনে সবার আন্তরিক আপন হয়ে উঠেছিলেন তিনি। চোঁখের জলে গাইবান্ধাবাসী তাদের আপনজনকে চিরবিদায় জানালেন। সম্মান-ভালবাসা, শ্রদ্ধা ও আনুগত্যকে পিছনে ফেলে চির নিদ্রায় ঘুমিয়ে পড়লেন অকাতরে।
আবার কেউ বলেন নির্যাতিত গণমানুষের শেষ ভরসাস্থল, আবার কেউ বলেন গণমাধ্যমকর্মীদের একনিষ্ঠ আস্থাভাজন অভিভাবক ছিলেন এই সাংবাদিক।
সব পিছুটান উপেক্ষা করে পরপারে পাড়ি জমালেন গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জনকণ্ঠের জেলা প্রতিনিধি, পাঁচ দশকের অন্যতম ছাড়াকার, ছোটগল্প, গান, কবিতা, নাটক, প্রবন্ধ, জীবন ঘনিষ্ঠ ফিচার, ভ্রমণকাহিনীর নিরবিচ্ছিন্ন সব্যসাচি লেখক আবু জাফর সাবু।
এছাড়া গাইবান্ধা ডট নিউজের সম্মানিত উপদেষ্টা আবু জাফর সাবুর মৃত্যুতে শোকে মুহ্যমান গাইবান্ধা। তাঁর মৃত্যুর পর গাইবান্ধার সব মতের-সব পথের মানুষের অকৃত্রিম ভালোবাসায় বিদায়ী আবু জাফর সাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষিক্ত হলেন ভালোবাসার অকৃত্রিম বন্ধনে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট শনিবার দিবাগত রাত সাড়ে বারো টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।