সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করছে লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২২ Time View

সামাজিক কার্যক্রমে তরুণদের এগিয়ে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক। অসহয় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়ানো, ফ্রি চিকিৎসাসেবা প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিরতণ, নারীদের স্বালম্বী করতে শেলাই মেইন প্রদানসহ নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করছে লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক। শনিবার রাতে বগুড়ার একটি হোটেলে সাধারণ সভায় এসব কথা বলেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও জেলার জোন চেয়ারপার্সন ক্লাবস লায়ন দেবদুলাল দাস।

সভায় আগামী অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। অক্টোবর মাসজুড়ে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্টির মাঝে বিভিন্ন ধরণের সহযোগিতা প্রদাণ করা হবে। সাথে সভায় আসন্ন রিসিপশন, ইনডাকশন ও ইনস্টলেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট ডিউজ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও জেলার জোন চেয়ারপার্সন ক্লাবস লায়ন দেবদুলাল দাস। সভায় কোরআন তিলাওয়াত করেন লায়ন হাফিজুর রহমান, গীতা পাঠ করেন লায়ন তনুশ্রী পাল, আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন শাহজাহান আলী। সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন হামিদুল আলম, লায়ন গোলাম মোস্তফা চৌধুরী, লায়ন আই.আর.এম. সাজ্জাদ হোসেন, লায়ন তনুশ্রী পাল, লায়ন ফারুক হোসেন, লায়ন রেশমা পারভীন, লায়ন সৈয়দ সাব্বির, লায়ন অরূপ রতন পাল, লায়ন আব্দুল বাকী, লায়ন মেহেদী হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ। সভা সঞ্চালন করেন ক্লাব সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন লায়ন রাকিব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin