শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০৭ Time View

চলতি বছরের গেলো ১০ সেপ্টেম্বর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় ডিস্ট্রিক্ট ৩১৫ এ-২ এর ডিজি টিম বাগেরহাট চর, লালমনিরহাট এবং চর ইলসি, কুড়িগ্রামের ১২০০ পরিবারের মাঝে খাদ্য উপকরণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। ‘বন্যার্তদের জন্য ত্রাণ কর্মসূচি’তে নেতৃত্ব প্রদান করেন  জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন বসির উল্লাহ পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন ফারুক আহমেদ, চেয়ারপার্সন রিলিফ কমিটি লায়ন শামসুন নাহার পিএমজেএফ, জিএসটি গ্লোবাল কয়োরডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ, চেয়ারপার্সন ডিজি কল লায়ন সুব্রত সেন। সার্বিক সহযোগিতা প্রদান করেন লায়ন্স ক্লাব অব রংপুর, লায়ন্স ক্লাব অব রংপুর ভিশন, লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগন্জ, লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতিবান্দা গাডে’ন এবং লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর। উক্ত আয়োজনে বগুড়া, সৈয়দপুর, দিনাজপুরের লায়ন্স ক্লাব হতে লায়ন্স লিডাররাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin