বগুড়ার সোনাতলা থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে।বগুড়ার সোনাতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৪ সেপ্টেম্বর অভিযান পরিচালনাকালে উপজেলার বালুয়াহাট এলাকা হতে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাঁটকোল গ্রামের মরজেম আলীর ছেলে জাহিদ হোসেন(২৫) ও একই উপজেলার মুরাদপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ইমরান হোসেন(২৭)। পুলিশ থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ১৫ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে।