তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন ‘দুর্যোগ-দুর্বিপাকে কমিউনিটির মানুষকে যেন সতর্ক করতে পারে এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকার কমিউনিটি রেডিওকে গুরুত্ব দিচ্ছে।’
রোববার বিকেলে গাইবান্ধার এসকেএস ইন্ রিসোর্টে রেডিও সারাবেলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে কমিউনিটি রেডিও ও প্রাইভেট রেডিও বাংলাদেশে যাত্রা শুরু করেছে।’
এ সময় রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘আমি আপনার মাধ্যমে সকল কমিউনিটি রেডিওকে অনুরোধ জানাব আমাদের নতুন প্রজন্মকে প্রত্যয়ী করার জন্য, নতুন প্রজন্মেও ভেতর দেশ প্রেম জাগ্রত ও আরো গভীওে প্রোথিত করার জন্য এবং দেশের উন্নয়ের জন্য কমিউনিটি রেডিওগুলো কাজ করবে।’
এ সময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং রেডিও সারাবেলার চেয়ারম্যান ও এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।