জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিনী হেঞ্চোজ পিগনানী। বুধবার দুপুরে তিনি বগুড়ার গাক টাওয়ারে আসেন। এসময় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন কোরিনী হেঞ্চোজ পিগনানীকে ফুলেল শুজভচ্ছা জানান।
পরে সংগঠনটির কনফারেন্স রুমে গাক এর উন্নয়ন কার্যক্রসের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এসময় সুইচ এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সৈয়দা জিনিয়া রশিদ, সুইচ কন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সিনজেন্টা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফরহাদ হোসেন, প্রজেক্ট ম্যানেজার আমিনুল মোভেন, গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, ডিরেক্টর-এমএফ পংকজ কুমার সরকার, ডিরেক্টর- সোস্যাল রাশেদুল ইসলাম, ডিরেক্টর-আইসিটি রায়হানুস সাদাস, ডিরেক্টর এডমিন এ্যান্ড মনিটরিং হজকিল আবু হাসান, ডিরেক্টর-অভ্যান্তরীণ নিরীক্ষা জসিম উদ্দিন এবং সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী সরদার জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।
ড. মোঃ মাহবুব আলম ও সরদার জিয়া উদ্দিন এর উপস্থাপনায় মিটিং শেষে Promoting Risk Mitigation Measures for Climate Change Adaptation (SUROKKHA PROJECT) প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরে গ্রুপ লিডার মিটিং ও কৃষক মিটিং কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।