চলন্ত ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিনে ৭ ঘন্টা পর স্বাভাবিক হয় পাবনা-রাজশাহী রুটের ট্রেন চলাচল। এদুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের বাস টর্মিনাল এলাকার নিকটে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আজ সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেক্স ট্রেন। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি রডবহী ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম এঘটনার সত্যাতা নিশ্চিৎ করে আরো বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। পরে রাজশাহী থেকে বিকল্প ইঞ্জিন ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে বলে তিনি জানান।