কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম জহির কে গুলি করে হত্যা করার প্রতিবাদে এবং দ্রুত খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৭ নভেম্বর সন্ধ্যায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় জাতীয় শ্রমিকলীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। মিছিলটি তিনমাথা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একটি বিক্ষোভ সমাবেশ সংগঠনের সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি সোহানুর রহমান শিমুল, ইমদাদুল হক ইমদাদ, রাজু আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগাঠনিক সম্পাদক শেখ রাসেল, সদস্য সাকিরুল ইসলাম, ইমতিয়াজ আহম্মেদ, আল আমিন, আলমগীর হোসেন, মেরাজুল ইসলাম, নয়ন এবং হাফিজুর রহমান মনিপ্রমুখ।