বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আইনী  কাঠামোর দাবীতে যুব ছায়া সংসদ অধিবেশন

প্রতীক ওমর
  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৬৫ Time View
বাংলাদেশ যুব ছায়া সংসদ অধিবেশনে উপস্থিত অতিথিদের ছবি।

নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ: মোকাবেলায় চাই আইনী কাঠামো” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দেশের স্বেচ্ছাসেবী যুব জাগরণী মঞ্চ ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’এর দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে ঢাকাস্থ সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধিবেশন অনুষ্ঠিত হয়। হাঙ্গার ফ্রি ওয়াল্ডের ইয়ূথ কো-অর্ডিনেটর গাজী আনিকা আসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, করোনার প্রভাবে বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী পুষ্টি নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ‘স্বাস্থ্যকর’ খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে পায় না দেশের ৪৩ শতাংশ মানুষ। দেশের মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্যের যোগান বা নিরাপত্তা নিশ্চিত করতে হলে গতানুগতিক প্রয়াসের বাইরে গিয়ে ভাবতে হবে, প্রনয়ণ করতে হবে যথাযথ আইনী কাঠামো। যুব ছায়া সংসদের সাংসদদের আলোচনায় এসব কথা উঠে এসেছে।

বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পীকার আমান্না জাহান বিভা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুব ছায়া সংসদে বাংলাদেশ জাতীয় সংসদ এর আদলে শতাধিক যুব সদস্য অংশ নেন এবং প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পীকার আমান্না জাহান  বিভা। অধিবেশনে শেরপুর-১ আসনের বিরোধী দলীয় সদস্য হাবীবা লিনা ১৪৭ বিধির অধীনে “নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় চাই আইনি কাঠামো” শীর্ষক একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবটি উপস্থাপন করেন। সরকারি ও বিরোধীদল থেকে ১৮ জন সাধারণ আলোচনায় অংশ নেন। অধিবেশনে জাতীয় সংসদের আদলে ৩৫০ জন যুব ছায়া সংসদ সদস্য অংশগ্রহণ করেন যার মধ্যে ১১২ জন সরাসরি এবং বাকিরা অনলাইনে যুক্ত হোন। ২২ টি সংগঠন যুব ছায়া সংসদের সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করে।
উক্ত প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় বাংলাদেশ যুব ছায়া সংসদ এর সরকারি ও বিরোধীদল থেকে উং সাইন মারমা, বান্দরবান, মিথিয়া নাজনীন, নড়াইল-২, মোন্তাহিনা হামিদ, নারায়ণগঞ্জ-৫, উম্মে ফারিহা নানজিবা, কুমিল্লা-৬, সাজ্জাদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৬, জয়শ্রী সরকার, নেত্রকোণা-১, নওশীন জাহান নীহা, বগুড়া-২, হাজেরা সুলতানা, বরিশাল-২, এম ডি জামাল হোসেন, লালমনিরহাট-২, উম্মে উমাইয়া তারিফ, কুষ্টিয়া-২, উম্মুল কুরা ফারিহা, চট্টগ্রাম- ৫,  শীপন মিয়া, মাদারীপুর-১, সিমু আক্তার ঢাকা-১৯, নীগার সুলতানা নিশাত নারায়ণগঞ্জ-৪, সানজিদা ইসলাম রূপা, ঢাকা-৮, খানসা রহমান, ঢাকা-৩, অংশ নেন।
বাংলাদেশ যুব ছায়া সংসদের বিরোধীদলীয় নেত্রী সিমু আক্তার বলেন, টিসিবির পণ্য বিতরণকে রেশনিংয়ের আওতায় আনতে হবে, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, পুষ্টি নিরাপত্তার চ্যালেঞ্জগুলো একটি আইনী কাঠামোর মধ্যে আনতে হবে।
বাংলাদেশ যুব ছায়া সংসদের প্রধানমন্ত্রী নিগার সুলতানা নিশাত বলেন, আমরা একটি যুব পার্লামেন্ট গঠনের সুপারিশ করছি। খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য জরিপ করে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় খাদ্য অধিকার আইন প্রণয়ন সময়ের দাবি।

বাংলাদেশ যুব ছায়া সংসদে বক্তব্য রাখছেন বগুড়া-২ আসনের সাংসদ নওশীন জাহান নীহা।

যুব ছায়া সংসদ এর দ্বাদশ অধিবেশনের অতিথি পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, বছরে ৩৭ লক্ষ টন খাদ্য অপচয় হচ্ছে আবার প্রতিটি মানুষের জন্য ২১২২ কিলো ক্যালরী অর্জন করা সম্ভব হচ্ছে না। এসব সমস্যা সমাধানে যুবকদের মতামত ও ভাবনাগুলো গ্রহণ করা উচিত। এজন্য রাষ্ট্রীয়ভাবে যুব পার্লামেন্ট গঠনের দাবিকে সমর্থন জানাচ্ছি।
অধিবেশনে দ্বিতীয় পর্বে দুপুর পর ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের সভাপতি রাইসুল মিল্লাত সাফকাতের সভাপতিত্বে “জাতীয় ভাবে যুব সংসদ গঠনের প্রয়োজনীতা” শীর্ষক যুব সংলাপ অনুষ্ঠিত হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin