বগুড়া জেলার ঐতিহ্য বিষয়ক তথ্যসংগ্রহ ও জরিপ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হেরিটেজ ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জরিপ কর্মসূচির উদ্বোধন করেন সমজ সেবক ও বিশেষজ্ঞ সার্জন ডা: এ এইচ এম মুশিহুর রহমান, সাংবাদিক ও সংগঠক আব্দুল ওয়াদুদের সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তথ্যও গষেণা সম্পদক ডাঃ অরিন আকসী সামি। দৈনিক মানবজমিনের বগুড়া প্রতিনিধি প্রতীক ওমর, ফাবি ফাহাত তানজিন, আকতারজ্জামান প্রমুখ। উল্লেখ এই ফাউন্ডেশন বগুড়াসহ সারা দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩দিন জরিপ কাজের উদ্বোধন করা হয়।