শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই বগুড়া রেল স্টেশন বস্তির প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুকে গায়ের চাদর উপহার দিলো পথের দিশা ভাসমান স্কুল। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রেল স্টেশন বস্তিতে অবস্থিত পথের দিশা ভাসমান স্কুল প্রাঙ্গনে শিশুদের হাতে গায়ের চাদর তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক গণেশ দাস, এ্যাপেক্স কøাব অব বগুড়া’র প্রেসিডেন্ট মো: আব্দুল ওয়াদুদ, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সাধারন সম্পাদক, তরুণ সাংবাদিক প্রতীক ওমর। পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক সাংবাদিক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র কোষাধ্যক্ষ তরুণ সমাজসেবক নিরব মিয়া, পথের দিশার নির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিজ এবং পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল। অনুষ্ঠানে পথের দিশা ভাসমান স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গায়ের চাদর উপহার দেয়া হয়। আকর্ষনীয় রঙের চাদর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সুবিধা বঞ্চিত শিশুরা। অতিথিবৃন্দ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।