শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিএনপি গণমানুষের পাশে থেকে রাজনীতি করে-এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৯১ Time View
বগুড়ায় শীতার্তদের মাঝে সিরাজ এমপির কম্বল বিতরণ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত বগুড়া সদরের বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় কম্বল বিতারণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া শহরের শাহ্ কামালীয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসা, শটিবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও রওশান শাহ হাফিজিয়া মাদ্রাসাসহ বগুড়া সদর উপজেলার ১১ টি ইউনিয়নে বিভিন্ন মাদ্রাসা এবং এতিম খানায় ৬ শতাধিক কম্বল বিতারণ করেন।
কম্বল বিরতরণকালে সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, বিএনপি সব সময় গণমানুষের পাশে থেকে রাজনীতি করে। মানুষের কোন সমস্যায় এগিয়ে আসে। দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান দেশব্যাপি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক বগুড়ায় শীতের শুরুতেই অসহায় ইয়াতিম এবং কম সৌভাগ্যবাদ শিক্ষার্থীদের মাঝে গরম কম্বল বিতরণ করা হলো।

বগুড়ায় শীতার্তদের মাঝে সিরাজ এমপির কম্বল বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদও উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সোলাইমান আলী, যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ডের কমিশনার এনামুল হক সুমন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মাসুদসহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin