রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে রোটারী ক্লাব অব বগুড়ার ২১তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক কমিটির চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট রোটা, মামদুদুর রহমান শিফন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তিনি বলেন, অসহায়, গরীব-দুঃখী, আর্তমানবতার সেবায় রোটারী বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব বগুড়া যে প্রকল্পগুলো সম্পন্ন করছে তা দেখে আমি মুগ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ৩২৮১ এর প্রধান উপদেষ্টা পিডিজি মাগফুর উদ্দীন আহামেদ, রোটারী ক্লাব অব শাহবাগের প্রেসিডেন্ট গুলশান-এ সালেহ, বগুড়া পৌরসভার মেয়র ও অনারারী রোটারিয়ান রেজাউল করিম বাদশা। অনুষ্ঠান শেষে রোটারী ক্লাব অব বগুড়া এবং রোটারী ক্লাব অব শাহবাগ এর মধ্যে তিনটি নতুন প্রকল্পের চুক্তি সাক্ষারিত হয়। প্রকল্পগুলো হল দক্ষিণ বগুড়া গোরস্থানে (ভাই পাগলা মাজার) বেওয়ারিশ লাশ দাফনে যাবতীয় খরচ বহন করা, মালতিনগর স্টাফ কোয়ার্টার পরিত্যক্ত মাঠ খেলার উপযোগী করা ও শাজাহানপুরে স্থায়ীভাবে বয়স্ক মহিলাদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণ করা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. সৈয়দ আহম্মেদ কিরণ, ক্লাব সেক্রেটারী রোটা. মো: রফিকুল ইসলাম বুলবুল, আইপিপি রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, রোটা. মো: রেজাউল হক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, এ্যাসিসট্যান্ট গভর্নর রোটা. ডা. মইনুল হাসান সাদিক, লেফটেনেন্ট গভর্নর রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. সাহাবুদ্দীন সৈকত, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ববিতা রাণী বর্মন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোস্তাফিজুর রহমান, রোটা. নুরুল বাশার চন্দন, রোটা. ডা: মঈনুল হাসান, রোটা. সাজেদুল বারী লিখন, রোটা. সানাউল হক দুলাল, রোটা. রেজাউল হক বুলু, রোটারিয়ান এ্যান ও অন্যান্য রোটারিয়ানবৃন্দ এবং রোটার্যাক্টর ও ইন্টারর্যাক্টর সদস্যবৃন্দ।