‘সেন্টার ফর রিসার্চ এন্ড কালচার স্টাডিজ’ (সিডব্লিউআরসিএস) সম্মাননা পদক ২০২১ প্রদান করা হয়েছে ৫ বিশিষ্টজনকে। এতে অনুবাদ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায়ের আরবি বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, কবিতায় বিশেষ অবদান রাখার জন্য কবি এ কে আজাদ, ‘কবি’ জীবনোপন্যাসের জন্য কবি বাপ্পা আজিজুল, লিটলম্যাগ (চিলেকোঠা) সম্পাদনা ও প্রকাশনায় কবি ও সংবাদিক প্রতীক ওমর এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক ও সংগঠক আব্দুল ওয়াদুদকে এই সংগঠন সম্মাননা প্রদান করে সংগঠনটি।
‘সেন্টার ফর রিসার্চ এন্ড কালচার স্টাডিজ’র আয়োজনে বগুড়া শহরের একটি অডিটরিয়ামে সাহিত্য চর্চা এবং সমাজসেবায় এসব সম্মানা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের সহকারি অধ্যাপক, (বাংলা বিভাগ) মোহাম্মদ এমদাদুল হক, সভাপতিত্ব করেন ঈডজঈঝ এর আহ্বায়ক এফ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব আবুল কাশেম আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান আকতার, আব্দুর রউফ, অধ্যাপিকা মৌলুদা খাতুন মলি প্রমুখ।
অনারম্বর এই আয়োজনে উল্লেখিত গুনিজনদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন সংগঠনটির পরিচালনা পর্ষদ এবং অতিথিবৃন্দ। এর আগে ‘মানব কল্যাণে সাহিত্য-সংস্কৃতি চর্চা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা মানব কল্যাণে সাহিত্য চর্চার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমানে সাহিত্য চর্চায় নোংড়ামি প্রবেশ করেছে। যৌনতাকে কিছু সাহিত্যক সাহিত্যে ফলাও করে উপস্থাপন করছেন। এসব সাহিত্য দেশ এবং সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে এসব সাহিত্য চলে গেলে তারা বিপথে পা বাড়াবে। এজন্য সমাজের এবং জাতির কল্যাণ হয় এমন সাহিত্য এবং সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে।