ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ বিরাজমান। নতুন বছরের ৩১ জানুয়ারি বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ফলে পুরো ইউনিয়নজুড়ে এখন চলছে নির্বাচনের হাওয়া। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রভাষক মহররম আলী বেশ আগে থেকেই নির্বাচনের মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ইউনিয়নের কৈচর বাজার থেকে বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেছে। ওই সময় তিন শতাধিক মোটরসাইকেলের পাশাপাশি আরো শতাধিক সিএনজি এবং অটোরিক্সা যোগে র্যালিতে শতশত তরুণসহ বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত কয়েকজন তরুণ নিরব মিয়া, জিয়াউর রহমন জিয়া, রাজিব মিয়া এই প্রতিবেদককে বলেন, বর্তমান চেয়ারম্যান মহররম আলী বিগত ৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন। স্বচ্ছাতার উদাহণ হিসেবে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন। ফলে তিনি বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য ফাঁপোর ইউনিয়নবাসী আবারো মহররম আলীকে বিপুল ভোটে জয় এনে দেয়ার জন্য সতস্ফুর্তভাবে মাঠে নেমেছে।
নির্বাচনে পুণরায় প্রার্থী হয়ে জয়লাভ করার আশাব্যক্ত করে মহররম আলী বলেন, আমি নানা চড়ই উৎড়াই পেরিয়ে গত ৫ বছর জনগণের হয়ে কাজ করেছি। আমার বিশ^াস ফাঁপোর ইউনিয়নের সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে ভুল করবেন না। আমি যেখানেই যাচ্ছি সেখানেই বিপুল সাড়া পাচ্ছি। আমি পুনরায় নির্বাচিত হয়ে গণমানুষের কল্যাণে নিজেকে উৎস্বর্গ করতে চাই।