আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে বগুড়া সদরের ফাঁপোর ও রাজাপুর ইউনিয়নসহ জেলার ২৩টি ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সদর ছাড়াও জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা শেষ দিন সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী প্রভাষক মহররম আলী বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ নূরুল হক, সাবেক শিক্ষা অফিসার এ, কে, এম মোশাররফ হোসেন, মো. তোতা মিয়া, আব্দুল হাই, সোনা মিয়া, লুৎফর রহমান, মতিউর রহমান, সানোয়ার হোসেন, নিরব মিয়া, উজ্জ্বল, ওমর ফারুক, রনি, মুঞ্জুর রহমান, পারভেজ, সোহাগ, রাশেদ, জিন্নাহ, কালাম, সজল, মিঠু, নেছার আলী, মানিকপ্রমুখ।