বগুড়া-৪ আসনের সাংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ মোশারফ হোসেন স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বিকেলে তিনি তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সন্ধ্যা ৬টার দিকে সাংসদ মোশারফের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তৃণমূল খবরকে জানান, বগুড়ায় বেশ কয়েকটি কেন্দ্র কর্মসূচিপালন শেষে ঢাকা গিয়ে ৫ জানুয়ারি করোনা পরীক্ষার জন্য পুরো পরিবারের নমূনা দেন বৃহস্পতিবার ৬ জানুয়ারি বিকেলে তিনি পরীক্ষার রিপোর্ট হাতে পান। এতে স্ত্রী মিসেস সাবিহা সুলতানা (৩৪), বড় মেয়ে মায়িশা আক্তার রোজা (১৫), ছোট মেয়ে সামিহা আক্তার সুবা (১১) এবং ছেলে মোশাব্বির হোসেন সামিদ (৫) এর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
সাংসদ বলেন, তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। সন্তানরাও ভালো আছেন। তবে স্ত্রী সাবিহা সুলতানা কিছুটা অসুস্থ্যবোধ করছেন। তিনি দেশবাসী, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্খীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।