‘কবি সাহিত্যিকরা সব সময় জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। সাহিত্য চর্চার মধ্যদিয়ে অন্ধকার দূর করতে দিনরাত কাজ করে যায়। যুগেযুগে কবি সাহিত্যিকরা তাদের সৃষ্ট কর্মগুলোর কারণেই হাজার বছরধরে বেঁচে থাকেন পাঠকের হৃদয়ে। দেশের যেকোন ক্রান্তিলগ্নে একযোগে এগিয়ে আসতে হবে কবি সাহিত্যিকদের। পরবর্তী প্রজন্মের হাতে সুস্থধারার সাহিত্য তুলে দিতেও কাজ করতে হবে’।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
সময়ের সুর সাহিত্য একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি সম্মেলনে অতিথিরা এসব কথা বলেন। শুক্রবার বগুড়ার গণগ্রস্থাগার অডিটরিয়ামে দিনব্যাপি কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি এ্যালবাম সম্পাদক কবি মনজু রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন সময়ের সুর সাহিত্য একাডেমির চেয়ারম্যান কবি মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের মীরবাগ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি আহসান হাবিব লিবার্টি। বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। জ্ঞানপিপাসু প্রকাশনের প্রকাশক কবি দিলখোলাশা জাহিদ খান। ছড়াকার ও সাংবাদিক মোস্তফা মোঘল, শিল্পসাহিত্যের ছোট কাগজ ‘চিলেকোঠা’ সম্পাদক প্রতীক ওমর, বোনারপাড়া লেখকক্রের সভাপতি কবি আব্দুল হাদী, সময়ের সুর সাহিত্য একাডেমির পরিচালক কবি শ ম দেলোয়ার জাহান।
সময়ের সুর সাহিত্য একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি সম্মেলনে অতিথিরা
সময়ের সুর সাহিত্য একাডেমির পরিচালক কবি নূর ইসলাম। সম্মেলনে সমাপনি বক্তব্য রাখেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সময়ের সুর প্রকাশনের সম্পাদক ও প্রকাশক কবি ফাতেমাতুন নূর। সম্মেলন সংগীত পরিবেশন করেন সময়ের সুর সাহিত্য একাডেমির পরিচালক কবি আ ন ম ফজলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি জাহাঙ্গীর আলম।
কবিতা পাঠ করছেন কবি সাহিদা আলম সুইটি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন হাসু, আহসানুজ্জামান রাসেল, আবদুল মোতালেব মোস্তাফিজুর রহমানপ্রমূখ।
সম্মেলনে ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়ার বই ‘ যে ছড়ায় ইমান জাগে’, ফাতেমাতুন নূর সম্পাদিত সংকলন ‘কোথাও কেউ নেই’ এবং ‘আমার ভালোবাসার উঠোনে’ আবদুস ছাত্তারের ‘গাড়ি চালিয়ে বিশ্বভ্রমণ’, কৃষিবিদ মাহবুব কবির তুষার ‘অনুভূতির ষোলআনা’, শ ম দেলোয়ার জাহানের সংকলনে ‘৬৪ জেলার কবি ও কবিতা’ বই এর মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে জারিগান পরিবেশন করেন কবি জাহাঙ্গীর আলম।
কবিতা পড়েছেন মাহমুদুল হাসান খোকন, বেলাল হোসাইন বকুল, আবুল খায়ের নূর, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম বিপ্লব, আনোয়ার রশিদ, সাহিদা আলম সুইটি, মোহাম্মদ আমিনুল ইসলাম, অর্পন ঠাকুর, সুমাইয়া নূর, মুক্তারুল ইসলাম মুক্তার, আজমাইন তালহা, মেঘরাজ, মোস্তফা মুনতাজ, ইমাম শিকদার, ডাঃ ইনজামামুল শিকদার, সেলিম হাসানসহ অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী দ্বীন মোহাম্মাদ দিগন্ত এবং কাউসার আহমাদ।