মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের বুজরুগবাড়ীয়া গ্রামে এসব গরম লেপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মাদ মাছুদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিনের বগুড়া প্রতিনিধি প্রতীক ওমর, ফাউন্ডেশনের চেয়ারম্যান মালেকা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মারুফ হাসান, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মান্নান, আব্দুল হান্নান, কামরুল মানিক, রাসেল, বেলাল, রুস্তম, রুমেল, সামছুলপ্রমুখ।
লেপ বিতরণকালে প্রধান অতিথি মুহাম্মাদ মাছুদুর রহমান বলেন, এখন শীতকাল চলছে। বাংলাদেশের উত্তরজনপদের মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছে। সমাজের নিম্ন আয়ের মানুষরা এসময় গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছে। মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পর থেকেই সাধ্যমত অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকাতায় আজ শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ করা হলো। তিনি আরো বলেন, সামাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের পাশাপাশি যদি ব্যক্তি উদ্যোগে সামাজিক কাজে বেশি মানুষ অংশ নেয় তাহলে এক সময় সমাজ থেকে অভাব দূর হবে।
এই আয়োজনের আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, লন্ডন প্রবাসী নুরুল হুদা, মালয়েশিয়া প্রবাসী সুমন, ডাঃ রাশেদুল কবির, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল, সজীব, সোহেল ও শাহীনপ্রমুখ।