বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

ক্যাপিটেক ও আইআইএফসির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৫২৮ Time View

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৯ জানুয়ারি রোববার রাজধানীর কাওরান বাজারের আইআইএফসির অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আইআইএফসি-এর ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত সচিব (পিআরএল) শাহাবুদ্দিন পাটোয়ারী, নির্বাহী পরিচালক ও কোম্পানির সেক্রেটারি মো. জসিম উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে ভবিষ্যতে কোম্পানি দুটি একসাথে বিভিন্ন প্রকল্পের কাজ করার বিষয়ে চুক্তিবদ্ধ হন। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি বেসরকারি মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাংলাদেশ সরকারের স্বনামধন্য পরামর্শক কোম্পানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin