বগুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শহরের একটি হোটেলে আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়। সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, জাতীয় সাংবাদিক সংস্থা’র আজীবন সদস্য ও ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বিশিষ্ট্য ব্যবসায়ী, মাহবুবুর রহমান ছোটন।
অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সদস্য জাকির হোসেন, ইউনুস উদ্দিন, গোলজার হোসেন মিঠু, এনামুল হক, সাইদুর রহমান সাজু, তাহেরা জামান লিপি, রেজাউল করিম রেজা ছাড়াও সৈয়দ শফি উদ্দিন, শাকিল আহম্মেদ, জিবু মিয়া, রুবেল মাহমুদ, আল আমিন, খানজাহান আলী প্রমূখ।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা হাটি হাটি পা পা করে ৪০টি বছর পার করেছে। সাংবাদিক সংস্থা মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করছেন।