বগুড়ায় প্রফেশনালস’ ক্লাবের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ মে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাসুদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. হাসানাত আলী, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক বেনজির আহমেদ, বগুড়ার নেকটার উপ পরিচালক মাহমুদুর রহমান, মহাস্থান আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক।
বিপিসির এডমিন ও মডারেটরদের মধ্যে উপস্হিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড রিজভী আহমেদ, বগুড়া বিসিকের প্রমোশন কর্মকর্তা কামাল পারভেজ, এনবিআরের ভ্যাট গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা লুৎফর রহমান রাজু , সান্তাহার সরকারি কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসাইন ,সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক আব্দুল হামিদ ,গাবতলী সরকারি কলেজের প্রভাষক মো. মন্জুরুল ইসলাম
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের কার্যলয়ে কর্মরত নির্বাহী ম্যাজেস্ট্রেট হাসানুর রহমান পলাশ,বগুড়া ল্যাবএইডের কনসালটেন্ট, পেইন ম্যানেজম্যান্ট বিশেষজ্ঞ ডা.নুর আলম,বগুড়া সিভিল সার্জন অফিসে কর্মরত ডা.দিবাকর বসাক শজিমেকে মেডিসিন ওয়ার্ডে কর্মরত ডা.মেহেদী হাসান লিমন ,শ্যামলী ট্রমা সেন্টারে কর্মরত ডা. মাহমুদুন নবী সিদ্দিকী, ডা.ওমর হাসান সিদ্দিকী, ডা. হাওয়া বেগম,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসিমা হামিদ সরকারি শাহ্ সুলতান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী ,শাহ্ এয়তেবাড়ীয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের মাহবুবুর রহমান ,সরকারি নাজির আখতার কলেজের প্রভাষক মো. এরশাদুল ইসলাম প্রভাষক নুর আলম,প্রভাষক রুহুল আমিন,বুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম , বান্দরবন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের, সহকারী শিক্ষক মো. শাকিল,সারিয়াকান্দি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজির রহমান, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সিনিয়র সহকারী ব্যবস্হাপক মাহমুদুন নবী রাজু, মাগুরার শালিকা উপজেলার নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান , নওগাঁ বদলগাছী উপজেলার সাব রেজিস্ট্রার, মাসুদ পারভেজ,বগুড়া আরডিএর সহকারী পরিচালক সিয়াম হোসেন, পেট্রোবাংলা জিটিসিএলের সহকারী ব্যবস্হাপক আবু হানিফ , বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ইয়াকুব আলী লিটন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি একেএম নাহিদুজ্জামান , আল আরাফাহ ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্হাপক আবু সাইদ মো. রবিউল ইসলাম, কর্মসংস্হান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবু সালেক,সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু শামীম, দীপ্ত টিভির সাংবাদিক মাহমুদ শাওন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বস্ত্র প্রকৌশলী আরিফুল ইসলাম,তরুণ উদ্যোক্তা সিয়াম, ইমরান হোসেন, রুস্তম শাকিল প্রমুখ।
সভায় আলোচকবৃন্দ বলেন বগুড়া প্রফেশনালস ক্লাব বগুড়ার মানুষের কল্যাণে আগামী দিনে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা পেশাজীবীদের আন্তঃসম্পর্ক বৃদ্ধির প্রতি জোর দেন।
সভাটি সঞ্চালনা করেন গ্রুপের অন্যতম এডমিন এড. রিজভী আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন অন্যতম মডারেটর কামাল পারভেজ এবং সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা এডমিন মবিন মাসুদ ।