আর্থিকভাবে একেবারেই নি:স্ব। বাড়ির এক টুকরো জায়গা ছাড়া জমিজমাও নেই। চার সন্তান স্ত্রীসহ সংসার চালাতে হাফিয়ে উঠছেন। তারপর আবার মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে। এক সময় রিক্সায় প্যাডেল চালয়ে রোজগার করতো। এখন শরীর কুলায় না। অসুখের মাত্রা তিব্রতর।
এমনতাবস্থায় দেশের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন মোঃ আলেক উদ্দিন (৬৪)। তারবাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের বাসিন্দা। ৪ সন্তানের জনক আলেক উদ্দিন দুই বছর যাবত মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা তার ফুসফুস ও গলায় ক্যান্সার শনাক্ত করেছেন। ঢাকা জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এটিএম কামরুল হাসানের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। আলেক উদ্দিন অতিদরিদ্র মানুষ। বাড়ি ভিটা ছাড়া কোন জমিজমা নাই। রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করতেন। অসুস্থ হওয়ায় বর্তমানে তার সংসারে চরম অভাব অনটন দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের। একদিকে সংসার চালানো অন্যদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আলেক উদ্দিনের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আকুল আবেদন জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আলেক উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোনাতলা, বগুড়া শাখার হিসাব নং ২০৫০৪০৭০২০০৪৪০৯১৬।