রবিবার, ০৭ জুলাই ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

মনজু রহমানের কবি সত্ত্বার অনন্য উদাহরণ “কবিতা সমগ্র”

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধি: শব্দ দিয়ে খেলা যায়। মানুষের মনকে বিষিয়ে তোলা যায়। উত্তেজিত করা যায়। নমরও করা যায়। আলতো করে আবার সমুদ্রতরঙ্গে ভাসানো যায় অথবা নীল নীল আকাশে গাংচিলের মত ওড়ানো যায়। শব্দের এমন খেলায় যারা পাকা প্লেয়ার কেবল তারাই যাদুকরের মত হাজারো মাথাকে চাড়া দিয়ে দশ ফুট উচু হয়ে দাঁড়িয়ে যায়। শব্দের এমন একজন পাকা খেলোয়ার কবি মনজু রহমান। তার কলমে এক একটি কবিতা হয়ে ওঠে পাঠকের মনকাড়ানি। সত্তর দশকের অন্যতম কবি মনজু রহমান ধারাবাহিকভাবে বাংলা সাহিত্যে অনবদ্য কবিতার খামার গড়ে যাচ্ছেন। মনজু রহমানের কবি সত্ত্বার অনন্য উদাহরণ “কবিতা সমগ্র”। গতকাল বগুড়ার ম্যাক্স মোটেলে কবির জন্মদিন এবং তার “কবিতা সমগ্র” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি মুহম্মদ শহীদুল্লাহ্। কবি ও সাংবাদিক এইচ আলীমের পরিচালনায় বিশষ অতিথির বক্তব্য রাখেন কবি মীর আব্দুর রাজ্জাক, গবেষক ও প্রকাশক কবি নন্দিনী লুইজা, কবি জয়ন্ত দেব, কবি শিবলী মুক্তাদির। এসময় আরও বক্তব্য রাখেন কবি আমির খসরু সেলিম, কবি ও সাংবাদিক প্রতীক ওমর, সাজিয়া সোমা, পান্না করিম, আব্দুল খালেক, সিকতা কাজল, কবি মাহবুব টুটুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক উত্তরের দর্পণ ও পাঠকপণ্য পাটশালা, শব্দকথন, প্রকাশশৈলীর সহায়তায় কবি মনজু রহমানের লেখা কবিতা নিয়ে “কবিতা সমগ্র” বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে নিজের লেখা বই নিয়ে আলোচনা করেন কবি মনজু রহমান। এরপর কবির জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত সকলে মিলে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় কবি মনজু রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin