নিজস্ব প্রতিনিধি: বেশ কিছু ব্যবসায়ীক দাবী নিয়ে সরকারে সাথে দর কষাকষি চলছিলো বাংলাদেশ প্রেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস্ এজেন্টস্ এন্ড প্রেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের। এক পর্যায়ে সরকার তাদের বেশিরভাগ দাবী মেনে নিয়েছে। দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূর্ণ হওয়ায় বিষয়গুলো নিয়ে পর্যাচনায় বসেন বাংলাদেশ প্রেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস্ এজেন্টস্ এন্ড প্রেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি। বগুড়ায় তাদের বিভাগীয় কার্যালয়ে পর্যালচনাসভাটি অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল জ্যোতি, উপদেষ্টা মান্নান সিকদার, জাকির হোসেন, এ,আর,এম খোরশেদ আলম লিটন, আশরাফ হোসেন, নাজমুল আলম নাহিদ, এমদাদ আহমেদ বাবুপ্রমুখ। এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, নওগা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি জ্বালানী তেলের কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবী আদায় বাস্তবায়ন হওয়ায় উপস্থিত সকলে সাজ্জাদুল করিম কাবুল, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারীসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।