খেলাধূলা এবং বিনোদন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিশু কিশোরদের মানসিক, শারীরীক বিকাশে পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধূলা এবং সুস্থ্য বিনোদনের প্রয়োজন আছে। তানযীমুল উম্মাহ সারাদেশের কোমলমতি শিক্ষার্থীদের মেধা মনন তৈরিকে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখা উপশহর মাঠে পনেরো দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সেই আয়োজনের সমাপনি অনুষ্ঠান হয়।
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার প্রধান শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক রেজোয়ান হোসেন, বিশেষ অতিথি ছিলেন, ফরহাদুজ্জামান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা শাখার প্রধান নাজমুল হাসান মিজান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ জেনারেল শাখার প্রধান আবু সাঈদ, বালিকা শাখার প্রধান শাহাবুদ্দিন সরকার, বগুড়া জজ কোটের আইনজীবী নুরুল ইসলাম আকন্দ, হিফয শাখার সহকারি আ: কাদের, বালিকা শাখার সহকারি ঈসা মিয়াসহ শিক্ষক অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক শিক্ষক এনামুল হক।
সকালে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর তানযীম সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন করে খুদে শিক্ষার্থীরা। এরপর শুরু হয় খেলাধূলার পর্ব। বিভিন্ন ধরণের দেশী খেলায় অংশগ্রহন করে মাদরাসার শিক্ষার্থীরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।