বিহঙ্গ আবৃত্তি পরিষদ সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া শাখার উদ্যোগে প্রমিত বাংলা উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলম।
দিনব্যাপী কর্মশালা শেষে শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান আলীকে সভাপতি ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী যুথী ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক করে বিহঙ্গ আবৃত্তি পরিষদ সরকারি শাহ সুলতান কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আশিক অভি, অর্থ সম্পাদক আফিয়া ফারজানা ঐশী, দপ্তর সম্পাদক পায়েল তিথি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় ইসলাম, অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক আল আসিফ চৌধুরী, সহসম্পাদক ফারিহা জাহান অপ্তি ও তরুণ রায়, নির্বাহী সদস্য সিমরান সিমি, আফরিন জামান, মুরসালিন জান্নাত, শাহজাদী বিপা, মো: রকি এবং সমন্বয়কারী উত্তম কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শহিদুল আলম বলেন, “বাক শিল্পের অন্যতম মাধ্যম আবৃত্তি এবং বাংলা ভাষার মাধুর্যতা ও ব্যক্তিগত জীবনেও ভাষার প্রয়োগের জন্য প্রমিত উচ্চারণ অতীব জরুরি। সেই চর্চায় এগিয়ে এসেছে বিহঙ্গ আবৃত্তি পরিষদ, আমরা এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অরুপ কুণ্ডু, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাসুকুর রহমান শিহাব। কর্মশালা পরিচালনা করেন আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী।