রেডিও তেহরানের শ্রোতা সংগঠন ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাধীন উত্তর ধলডাঙ্গা এলাকায় এসব বিতরণ করা হয়েছে। নদী ভাঙ্গন এলাকাটির সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ গরীব দুখী মানুষ এসব উপহার সামগ্রী হাতে পায়।
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ শেখ, সদস্য মো: জহুরুল ইসলাম, লিগ্যাল অফিসার অব লিগ্যাল কমপ্লায়েন্স ও রেডিও তেহরান বাংলার একনিষ্ঠ শ্রোতা ও সদস্য সুরুজ্জামান মন্ডল, শাখাওয়াত হোসেন, শামসুজ্জামান, তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, একই ক্লাবের উপদেষ্টা আব্দুল খালেক, সদস্য সোহেল রানা, রুবেল হোসেন, শাহিনুর রহমান, মফিজুল ইসলামপ্রমূখ।সার্বিক সহোযোগিতায় ছিলেন, মমতাজ বেগম, তানজিমা আক্তার, সুরাইয়া ইসলাম, রফিকুল ইসলাম ও সিয়াম শাহরিয়ার আপন।
আব্দুল কুদ্দুস মাস্টার বলেন, আমরা একেবারেই অবহেলিত এলাকার মানুষ। এখানে নৌকা ছাড়া আসার কোন পথ নেই। দুর্গম পথ পারি দিয়ে আমাদের এখানে কেউ সাহায্য করতে আসে না। তেমন ভাবে আসেনা সরকারি অনুদানও। এখানকার বেশির ভাগ মানুষ নদী ভাঙ্গণের শিকার হয়ে নি:শ্ব হয়েছে। অনেকের বাড়ি, জমি নদীর গর্ভে বিলিন হয়েছে। এমন অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির এই উদ্যোগ।
অনুষ্ঠান শেষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’র সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামরা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মাজহারুল ইসলাম।