‘সরকার হিংসার বশবতি হয়ে বিএনপির করা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলছে। অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ বগুড়ায় কোন দৃশ্যমান উন্নয়ন করেনি। বরং শহীদদের স্মৃতি রক্ষায় দেশ নায়ক তারেক রহমানের নিজ হাতে গড়া একটি শহীদ মিনার ভাংতেও তাদের বুক কাপেনি। শহীদ মিনার ভাঙ্গার মধ্যদিয়ে স্বৈরাচী সরকার আবারো প্রমাণ করলো আওয়ামী লীগের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। নিরাপদ নয় শহীদ মিনারও’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্মিত শহীদ মিনার ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল বগুড়া জেলা শাখা। ওই সমাবেশে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র রেজাউল করিম বাদশা।
রোববার বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে আলতাফুন্নেসা খেলার মাঠে শুরু হওয়া মিছিলটি নবাববাড়ি সড়কের বিএনপির জেলা কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি জোউল করিম বাদশ, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানপ্রমূখ।
এসময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দেশ নায়ক তারেক রহমান কর্তৃক বগুড়ার শহীদ খোকন পার্কে নির্মিত আধুনিক শহীদ মিলার আওয়ামী লীগের কিছু দুস্কৃতিকারি স্থানীয় প্রশাসের সহযোগিতায় ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে এটি ছাত্রদল এবং বগুড়ার আপামর জনগণ মেনে নেবে না। আমরা এমন জঘন্ন কর্মকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ চাইলে এখানে আরো একাধিক শহীদ মিনার নির্মাণ করুক এতে আমাদের আপত্তি নেই। কিন্তু একটি দলের উপর হিংসা মনোভাব নিয়ে শহীদ মিনার ভাঙা আমরা কোন অবস্থাতেই বরদাস্ত করবো না।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, অবিলম্বে দেশ নায়ক তারেক রহমান নির্মিত শহীদ মিনার ও নামফলক পুস্থাপন করা না হয় তাহলে বগুড়া থেকে ছাত্রদল সরকার পতনের আন্দোলন জোরদার করবে।