ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আনারকে গত ১৩ মে কলকাতায় হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লাশ গুম করার পরে তিনি সেখান (কলকাতা) থেকে নেপাল চলে যান। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগও শুরু হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন।