টি-টুযেন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজেদের জাত চেনালো মার্কিন যুক্তরাস্ট্র। কানাডার ছুঁড়ে দেওয়া ১৯৫ রানের বিশাল টার্গেট তুড়ে মেরে উড়িয়ে দিয়ে ১৪ বল হাতে রেখেই উদ্বোধনী ম্যাচ ৭ উইকেরে বিশাল ব্যবধানে জিতে নিলো মার্কিনীরা।
কানাডার ছুঁড়ে দেওয়া ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের ২য় বলেই ওপেনার ষ্টিভেন টেইলরকে হারায় যুক্তরাস্ট্র। এরপর দলীয় ৪২ রানে দলনেতা মোনাক প্যাটেল আউট হলে শংকা জাগে মার্কিনীদের মনে।
কিন্তু এরপরই আসল নাটকীয়তার শুরু।
আন্দ্রেজ গুজ ও এরোন জোনস্ ১৩৩ রানের জুটি গড়ে কানাডাকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন। দলের ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৬৫ রানে গুজ বিদায় নিলেও এরোন জোনস অপরাজিত ছিলেন ৯৪ রানে। মাত্র ৪০ বলের এই দানবীয় ইনিংসে ৪টি চার ও ১০টি বিশাল ছক্কা হাঁকান জোনস।
এরোন জোনস প্লেয়ার অপব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।