বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে রিমন এন্টারপ্রাইজ নামের একটি তেল ও গ্যাসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলেন গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম, আছের আলী, ফায়ার ফাইটার আরিফ। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলের দোকানের মালিকের নাম জিন্নাহ। তার দোকানে জ্বালানী তেল, গ্যাস ও গাড়ির টায়ার বিক্রি করা হতো।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১১ টার দিকে হাসপাতাল রোড এলাকার সোস্যাল ইসলামী ব্যাংকের নিচে ওই দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস দল। তারপরও আগুনের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেখানে থেমে থেমে গ্যাস বা তেলের ড্রাম সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে পার্শ্ববতী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনো ফায়ার স্টেশনের ৮টি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। তাদের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রিমোন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিন্নার ভাই রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সিলিন্ডার পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটার কারণে এ অগ্নিপাত এর ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার হাবিবুর রহমান জানান, আগুন লাগার সূত্রপাত জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান, তিন মাস পূর্বে রিমন এন্টারপ্রাইজের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকল নিয়ম মেনে তেল, গ্যাস ও টায়ার বিক্রয়ের জন্য বলা হয়েছে। এর মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে।