বাংলাদেশে কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস। এ দেশের সুস্বাদু সব খাবারের প্রশংসায় সবসময়ই পঞ্চমুখ তিনি। ২০২২ সালের শুরুতে ঢাকায় পা রাখতেই বাংলাদেশের সুস্বাদু মিষ্টি দিয়ে তাকে বরণ করে নেওয়া হলে সেগুলো তার খুব ভালো লেগেছে বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছিলেন।
সেই তিনি-ই এবার এক্সে (আগের টুইটার) বাংলাদেশি লিচুর প্রশংসা করে লিখলেন, “বাংলাদেশের ‘আম কূটনীতি’ সম্পর্কেতো আমরা অনেক কিছুই শুনি কিন্তু, আমরা বাংলাদেশের চমকপ্রদ মিষ্টি লিচুকে উপেক্ষা করছি বলেই আমার ব্যক্তিগত ধারণা! (লিচুর) মৌসুম থাকতে থাকতে চেখে দেখুন।”
উক্ত পোস্টের সাথে লিচু খাওয়া অবস্থার তিনটি ছবিও শেয়ার করেছেন প্রায় আড়াই বছর ধরে ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে দায়িত্বরত লিলি নিকোলস।