বিশ্বকাপ টি-টুয়েন্টি শুরু হয়েছে আজ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে কানাডা-যুক্তরাস্ট্র মুখোমুখী হয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করছে কানাডা। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৭ রান। দলের হয়ে ৪৩ বলে ৬১ রান করেছেননাভনিত ধালিওয়াল। ৩৯ রানে অপরাজিত আছেন নিকোলাস কিরটন।
যুক্তরাষ্ট্র একাদশ : স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেইস গাউস, অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, স্যাডলি ফন স্ক্যালউইক, জাসদীপ সিং, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।
কানাডা একাদশ : অ্যারন জনসন, নাভনিত ধালিওয়াল, পারগাত সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, দিলন হেইলিগার, কালিম সানা ও জেরেমি গর্ডন।