৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পেস বোলার শরিফুল ইসলাম অংশ নিতে পারবেন কিনা তা জানতে বাংলাদেশকে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। শনিবার নিউইয়র্কে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ার্ম-আপ ম্যাচের সময় শরিফুল তার বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে আঘাত পেয়েছেন।
প্রথম ইনিংসের শেষ ওভারের সময় বাঁহাতি ফাস্ট বোলার হার্দিক পান্ডিয়ার একটি ড্রাইভ থামানোর চেষ্টা করেন এবং তার বোলিং হাতে আঘাত পান। তিনি ব্যাথায় ভুগছিলেন এবং তৎক্ষণাৎ বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান তাকে মাঠের বাইরে নিয়ে যান।
পরে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী জানান, আহত স্থানে শরিফুলের ছয়টি সেলাই প্রয়োজন। প্রাথমিক চিকিৎসার পর তাকে নাসাউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। হ্যান্ড সার্জন ছয়টি সেলাই দিয়েছেন। আমরা দুই দিন পর আবার তাকে দেখতে যাব। তখনই আমরা জানতে পারব, শরিফুলের ফিরতে কত সময় লাগবে।
শরিফুলের সেরে উঠতে ছয় দিন সময় লাগবে কারণ বাংলাদেশ এখন তাদের উদ্বোধনী খেলার জন্য টেক্সাসে যাচ্ছে।
এই চোটের কারণে হাতে ছয়টি সেলাই লেগেছে পেসার শরিফুলের। কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর এতেই ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে দেখা নিয়েছে অনিশ্চয়তা।
আগে থেকেই ইনজুরিতে আছেন তাসকিন। এবার শরিফুল যদি সময়মত ইনজুরি থেকে সেরে না উঠতে পারেন, তা হবে বাংলাদেশের জন্য বড় ক্ষতি। বাংলাদেশ দলের সাথে রিজার্ভ হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ। শরিফুলের চোট বড় হলে তাকেও দলে নিতে পারে বাংলাদেশ।