সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র (জেইউবি) সদস্যদের ছেলে-মেয়ে যারা এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সংগঠনের পক্ষ থেকে আজ (সোমবার) তাদেরকে সংবর্ধনা দেয়া হলো। দুপুরে শহরের স্কাইভিউ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেধাবী ছেলে-মেয়েদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্তবার্তা’র সম্পাদক ও অবিভক্ত বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান।
সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সিনিয়র সদস্য ও দৈনিক দূরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাস, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ সাইন, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, রাহাত রিটু, মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল।
সংবর্ধিত মেধাবীদের পক্ষ থেকে বক্তব রাখে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়ল সদস্য, নয়াদিগন্তের বগুড়া ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে ৯ জন মেধাবী সন্তানের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ২টি করে বই, কলম, মগ, ব্যাগ এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড।
সংবর্ধিত মেধাবীদের পরিচয়:
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ, কালাম আজাদের মেযে ওয়ারিফা আজাদ, জাফর আহম্মেদ মিলনের ছেলে মাশরুফ আহম্মেদ মাহিন, এটিএম সাদিকুর রহমান লিটনের মেয়ে সাদিয়া আফরোজ, রবিউল ইসলাম সাজু’র জমক মেয়ে তাসনিয়া ইসলাম সিজা ও তাসফিয়া ইসলাম ছোঁয়া, পারভীন লুনার মেয়ে জান্নাতুল মাওয়া নাদিয়া, ইউনুস আলীর ছেলে মামুনুর রহমান এবং আব্দুল মজিদের ছেলে রেদওয়ানুল ইসলাম রিয়াদ।