নওগাঁর আত্র্রাই উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ জুন বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নুর ইসলাম বাবু , উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মোঃ আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আট ইউনিয়নের বিপ্লব কুমার সরকার, মোঃ আহসান হাবিব, মোঃ আল-আমিন, মোঃ আজিজুর রহমান .মোঃ হাসিবুল ইসলাম,মোঃ আব্দুল হালিম, মোঃপারভেজ মল্লিক, মোঃ নিলয় আহম্মেদ সহ সকল ইউনিয়নের সহকারী কাম- কম্পিউটার অপারেটরবৃন্দ।
সভায় উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস গ্রাম আদালত কার্যক্রমকে আরো দৃঢ করতে হিসাব সহকারীদের নির্দেশনা প্রদান করেন এবং জনগনের আস্থার প্রতীক হিসেবে গ্রাম আদালতকে গড়ে তোলার আহ্বান জানান।