লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ৩২টি, বিজেপি ৯টি এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।
আনন্দবাজার জানায়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ৩১ আসনে এগিয়ে। এনডিএ জোট এগিয়ে আছে ১১ আসনে।
ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে সবশেষ ফলাফল বা ‘ট্রেন্ড’ দেখা যাচ্ছে, তাতে ক্ষমতাসীন দল বিজেপি গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে আছে। মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৪২টি আসনে।
এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস- ৯৪টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট।
এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহূর্তে ৩৪টি আসনে এগিয়ে রয়েছে।