রবিবার, ০৭ জুলাই ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুদ আমেরিকায় : ৮ হাজার ১৩৩.৪৬ টন

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪০ Time View

ইংল্যান্ড থেকে প্রায় ১০০ টন সোনা ভারতে নিয়ে আসা হয়েছে। সেই সোনা অবশ্য ভারতেরই। জমা রাখা ছিল ১৯৯১ সাল থেকে। সেই সোনা ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনা ফিরিয়ে এনে এখন মোট কত টন সোনার মালিক হল ভারত?

এত দিন বিদেশে ৫০০ টন সোনা জমা রেখেছিল ভারত। দেশে ছিল ৩০০ টন সোনা। এখন ১০০ টন সোনা ফিরিয়ে আনলো।

এর ফলে এখন দেশ এবং বিদেশ মিলিয়ে সোনা সঞ্চয়ের পরিমাণ একই হয়ে দাঁড়ালো। প্রায় ৪০০ টন করে সোনা দেশে এবং বিদেশে সঞ্চিত রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।

কেন সেই সোনা বিদেশে সঞ্চিত রাখা হয়? দেশের মধ্যে অস্থিরতার কথা ভেবেই সোনা সরিয়ে রাখা হয় বিদেশে।

তা হলে ভারত কেন সোনা ফিরিয়ে আনতে উদ্যোগী হল? রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা, ইংল্যান্ড-সহ অনেক দেশই ভ্লাদিমির পুতিনের দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে বিদেশি ব্যাঙ্কে রাশিয়ার জমা রাখা সম্পদ ‘ক্লোজ়ড’ করে দেওয়া হয়েছে। ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পৃথিবীর কোন দেশের হাতে কত সোনা রয়েছে? সেই হিসাব প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

সব থেকে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে। ৮,১৩৩.৪৬ টন সোনা জমা রয়েছে তাদের। তার পরেই রয়েছে জার্মানি। তাদের সঞ্চিত সোনার পরিমাণ ৩,৩৫২.৬৫ টন সোনা।

সোনা সঞ্চয়ের হিসাবে তৃতীয় স্থানে ইটালি। তাদের ভান্ডারে রয়েছে ২,৪৫১.৮৪ টন সোনা। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সঞ্চয়ে রয়েছে ২,৪৩৬.৮৮ টন সোনা। সোনা সঞ্চয়ের দিক থেকে পঞ্চম স্থানে রাশিয়া। তাদের ভান্ডারে রয়েছে ২,৩৩২.৭৪ টন সোনা।

ষষ্ঠ স্থানে রয়েছে চিন। তাদের সঞ্চিত সোনার পরিমাণ ২,২৬২.৪৫ টন। সপ্তম স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। তাদের ভান্ডারে সোনা রয়েছে ১,০৪০ টন।

অষ্টম স্থানে রয়েছে জাপান। তাদের ভান্ডারে সোনা রয়েছে ৮৪৫.৯৭ টন। নবম স্থানে রয়েছে ভারত। ভান্ডারে সঞ্চিত রয়েছে ৮২২.০৯ টন সোনা।

তালিকায় দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ভান্ডারে সোনা রয়েছে ৬১২.৪৫ টন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin