কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি–আনহেল দি মারিয়াসহ শীর্ষ তারকারা। আর্জেন্টিনার অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও।
শুধু কোপা আমেরিকাতেই নয়, আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকেও খেলার ইচ্ছা ছিল ফার্নান্দেজের। মানসিকভাবেও নাকি কোপার পর অলিম্পিকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এ মিডফিল্ডার। কিন্তু ফার্নান্দেজের অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত হয়তো পূরণ না–ও হতে পারে।
আর্জেন্টাইন সাংবাদিক গাসতন এদুলের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, ফার্নান্দেজ অলিম্পিকে খেলার অনুমতি চেয়ে একাধিকবার তাঁর ক্লাব চেলসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ফার্নান্দেজকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি চেলসি। ফলে হাভিয়ের মাচেরানোর দলের হয়ে ফ্রান্সে অলিম্পিক খেলতে যাওয়া না–ও হতে পারে ফার্নান্দেজের।
আগামী ২৪ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক, শেষ হবে ১০ আগস্ট। এ সময় ক্লাবগুলো প্রাক্–মৌসুম সফরে ব্যস্ত সময় পার করবে। ফার্নান্দেজ চেলসির বর্তমান দলে অন্যতম নির্ভরযোগ্য তারকাদের একজন। ধারণা করা হচ্ছে, তাঁকে অলিম্পিকে ছেড়ে দিলে নতুন মৌসুমের শুরুতে সেটা চেলসির প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। পাশাপাশি নতুন কোচ এনজো মারেসকাও নাকি চান তারকা খেলোয়াড়েরা শুরু থেকে দলের সঙ্গে থাকুক।
মূলত দলের মধ্যে বোঝাপড়া ঠিক করার পাশাপাশি কৌশলগত দিকগুলোও ঝালিয়ে নিতে চান মারেসকা। যে কারণে ফার্নান্দেজকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়ে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে চায় না চেলসি।
এ ছাড়া ফার্নান্দেজের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। কদিন আগেই কুঁচকির চোটে ভোগা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অস্ত্রপোচার করিয়েছেন। সে সময় তাঁর কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কার কথাও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত কোপা খেলা হলেও তাঁকে অলিম্পিকে খেলানোর ঝুঁকি নিতে চায় না চেলসি।
এর আগে ইএসপিএনের সঙ্গে এক আলাপচারিতায় অলিম্পিকে খেলার আকাঙ্ক্ষার কথা বলেছিলেন ফার্নান্দেজ, ‘আমি অলিম্পিকে খেলতে চাই। আমি মাচেরানোর সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি আমি যেতে চাই। দেখা যাক, চেলসি আমাকে যেতে দেয় কি না!’ শেষ পর্যন্ত চেলসির যেতে না দেওয়ার আশঙ্কাই হয়তো সত্যি হতে যাচ্ছে।