আচরণ বিধি লঙ্ঘন, ভোট প্রদানে বাঁধা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচন চলাকালে বগুড়ার ধুনট উপজেলায় ছয়জন, শেরপুরে ছয়জন এবং নন্দীগ্রাম উপজেলায় নয়জন আটকে আটক করা হয়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এসময়ের মধ্যে তাদের আটক করা হয়।
আটকের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বেশ কিছু কেন্দ্রের বাইরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা প্রদান করছিলো কিছু বিশৃঙ্খলাকারী। পরে তাদের আটক করা হয়েছে। এছাড়াও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ধুনট উপজেলায় আরো কিছু লোককে আটক করা হয়েছে। এউপজেলায় মোট ৬ জনকে আটক করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নির্বাচন চলাকালে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার জন্য মোট ৬জনকে আটক করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন প্রার্থীর পক্ষের তা এখনও জানা যায়নি।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।