বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:১১ অপরাহ্ন

বগুড়ার ৩ উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৫৪ Time View

বগুড়ার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। উপজেলাগুলো হলো শেরপুর, ধুনট ও ন্দীগ্রাম। বুধবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলবে।

শেরপুর উপজেলা:

শেরপুর উপজেলার মোট ১০৭টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ২লাখ ৯৩ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৯ জন ও হিজড়া ১ জন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রতীক (আনারস), সহ-সভাপতি শাহ জামাল সিরাজী (মটরসাইকেল), বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা জাকারিয়া তারেক বিদ্যুৎ (ঘোড়া), সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান (জোড়া ফুল) ও জাতীয় পার্টির নেতা রুবেল আহম্মেদ প্রতীক (কাপ পিরিচ)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ফাঁকা কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। এদিকে কেন্দ্রগুলো ফাঁকা হলেও অল্প সময়ের মধ্যে পছন্দের প্রার্থীক ভোট দিয়ে খুশি ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালোই দেখা যায়।

সকাল সাড়ে দশটায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একবারেই কম। ভোটারদের কোনো দীর্ঘ লাইন নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু ভোটাররা জানান, মানুষের মধ্যে ভোটের আগ্রহ কম। এছাড়া প্রার্থীদের পক্ষ থেকে তাদের এজেন্ট বা কর্মী-সমর্থকরা তাদের কাছে কেউ ভোট চাননি। এই কারনে তারা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। ভোট দিতে যাবেন কি-না এখনও সিদ্ধান্ত নেননি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মমিন বলেন, তার কেন্দ্রে ৩ হাজার ৭৫৪ ভোটের মধ্যে আড়াই ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উপজেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য, র‌্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

ধুনট উপজেলা:

ধুনট উপজেলায়৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে আজ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এখন পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক ঘোড়া মার্কা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি আনারস মার্কা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন মটোর সাইকেল মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন চপল মাহমুদ টিউবওয়েল মার্কা, ইকবাল হোসেন রিপন তালা মার্কা, অমৃত কুমার লিটন মাইক মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

সুলতানা জাহান সেলাই মেশিন মার্কা, রেবা খাতুন ফুটবল মার্কা, সিমা খাতুন প্রজাপতি মার্কা, পপি রাণী সাহা কলস মার্কা, নাজনীন নাহার হাঁস মার্কা।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে১১ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

সরজমিন ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিতি খুবই কম। বিলকাজুলী সরকারি প্রাথমিকবিদ্যালয়। পেচিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ২১৯৭ জন। এর মধ্যে মাত্র ১৭৪ ভোট গ্রহণ হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা:

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে নির্বাচনের মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট ৬ জন, প্রিজাইডিং অফিসার ৪৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪১৯ জন ও পোলিং অফিসার থাকবে ৮৩৮ জন । মোট ভোট কেন্দ্র-৪৯টি, বুথ সংখ্যা-৪১৯টি।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন এই প্রতিনিধিকে বলেন, নন্দীগ্রাম থানা সদরসহ পাঁচটি ইউনিয়নে সর্বমোট ৪৯ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নন্দীগ্রাম উপজেলার সকল ভোট কেন্দ্র গুলো নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ভোট কেন্দ্রে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য,এ উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৫৭ হাজার ১৬৬জন। পুরুষ ভোটার-৭৮ হাজার ৩৪০, মহিলা ভোটার ৭৮ হাজার২২৫, ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin