টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ দিনের শুরুতেই দুটি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং উগান্ডা। ওমানের বিপক্ষে ৩৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো অস্ট্রেলিয়া। পাপুয়া নিউগিনির বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ৩ উইকেটে জিতেছে উগান্ডা।
চমক দিয়ে জিম্বাবুয়েকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। এবার দারুণ এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বিশ্বকাপের নবাগত দলটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে উগান্ডা। বিশ্বকাপ ইতিহাসে যা তাদের প্রথম জয়ের কীর্তি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। গত বছরের টি-২০ বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনিকে (পিএনজি) অলআউট করে দেয় মাত্র ৭৭ রানে। পাঁচ বল থাকতে উগান্ডার বোলিং তোপে আটকে যায় তারা।
পিএনজি’র টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হন। ওপেনার আসাদ ভালা (০) ও টনি উরা (১) রান পাননি। তিনে নামা সেসে বাউ ফিরে যান ৫ রান করে। চারে নামা লেগা সাইকা ১২ ও পাঁচে নামা সেসে বাউ ১৫ রান করে আউট হন। কিপলিং দরিগা করেন ১২ রান। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেনি।
জবাব দিতে নেমে ৬ রানে ৩ উইকেট হারিয়ে পরাজয়ের পথে পা বাড়ায় উগান্ডা। ২৬ রানে তারা হারায় ৫ উইকেট। সেখান থেকে রিয়াজাত আলী ও দিনেশ নাকরানি ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। রিয়াজাত ৫৬ বলে ৩৩ রান করে আউট হন। দিনেশ ১৩ রান যোগ করেন। মাত্র ৮ বল থাকতে জয়ের বন্দরে পৌঁছায় উগান্ডা।
উগান্ডার হয়ে ১৭ করে রান দিয়ে আলপেস রমজানি ও কসমস কেওটা দুটি করে উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন জুমা মিয়াগি। ৪৩ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার এনসুবুগা ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। পিএনজির আলে নাও এবং নরমান ভানুয়া দুটি করে উইকেট নেন।
যুক্তরাষ্ট্রের উইকেটে বড় দলকেও ধুঁকতে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত সহজে জিতলেও সাবধানী ছিল তারা। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন ক্রিকেটের নিয়মিত দলগুলোর জন্য খুব ভালো মতোই চেনা। সেখানেও ব্যাটিংয়ে চাপে পড়তে দেখা গেল অস্ট্রেলিয়াকে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচে ওমানকে সহজেই ৩৯ রানে পরাজিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতে ট্রেবলের আশায় থাকা অস্ট্রেলিয়া। তবে ৮.৩ ওভারে মাত্র ৫০ রান তুলে ৩ উইকেট হারিয়ে চাপেই ছিল মিশেল মার্শের দল।
ওই চাপ সামলে দলকে ভালো পুঁজি এনে দেন পেস অলরাউন্ডার মার্কোস স্টইনিস। তার ৩৬ বলে ছয়টি ছক্কা ও দুটি চারের মারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের ভালো পুঁজি পায় অজিরা। এক প্রান্তে দাঁড়িয়ে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার।
জবাব দিতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করেছে ওমান। তারাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৫৭ রানে হারায় ৬ উইকেট। মিডল অর্ডারে আয়ান খান ৩০ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করলে এবং মেহরান খান ১৬ বলে ২৭ রান যোগ করলে হারের ব্যবধান ছোট হয় দলটির। ব্যাট হাতে ফিফটির পাশাপাশি বোলিংয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টইনিস।